শেখ নাসির উদ্দিন, খুলনাঃ টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যা ও সরকারকে উৎখাতের ঘোষণা দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শোনানী শেষে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (কোর্ট নং ৩) মোঃ শাহিদুল ইসলাম মামলাটি আমলে নেন। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) এ মামলার আবেদন দাখিল করেছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনার বিদায় হবে।
নিউজটি শেয়ার করুন :