শিরোনাম

প্রধানমন্ত্রীর সামরিক সচিব কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

এম. এ. তাহের, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর সামরিক সচিব, লোহাগাড়ার কৃতি সন্তান মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি’র দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছর নামাজের পর গ্রামের বাড়ী লোহাগাড়া উপজেলার চুনতির সীরত ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার ও সালাম প্রদান করা হয়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্স যোগে চুনতি সিকদার পাড়া পারিবারিক কবরস্থানে নিয়ে আসা হয়। এবং দাফন কাজ সম্পন্নের মধ্যে দিয়ে শেষ বিদায় জানানো হয়।

দাফনের পর মরণোত্তর সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে পরিবারের পক্ষে বক্তব্যে রাখেন মরহুমের বড় ভাই আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক।

এর পূর্বে দুপুর ১টা ৫১ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চুনতিতে আনা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রসাশক মুহাম্ম ইলিয়াস হোসেন। সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোসলেম উদ্দিন আহমেদ। চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম.এ.সালাম।
লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ.মোতাবেল সিআইপি। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন। দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শিল্পপতি মুহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন :