শিরোনাম

প্রধানমন্ত্রী করোনায় ইসলাম বিরোধী অনুষ্ঠানগুলী বন্ধ করুন: যুব নেতা নেছার আহমেদ

 

মাননীয় প্রধানমন্ত্রী:

আমাদের বিশ্বাস একজন মুসলমান হিসেবে নিশ্চয়ই আপনিও এ বিশ্বাস লালন করেন চলমান “কেভিড ১৯” বা “নভেল করোনা” ভাইরাসের প্রাদূর্ভাব আল্লাহ প্রদত্ত একটি গজব এবং এটা আমাদের-ই কর্মের ফসল।

এই গজব থেকে আল্লাহর রহমত ব্যতীত পরিত্রাণ পাওয়ার কোনই উপায় নেই। আর আল্লাহর রহমত পেতে হলে অবশ্যই আল্লাহপাক যা পছন্দ করেন সেই কাজগুলো বেশি বেশি করতে হবে, এবং আল্লাহ পাক যা অপছন্দ করেন সেই কাজগুলো পরিত্যাগ করতে হবে।

আমরা বিশ্বাস রাখি রাষ্ট্রের প্রধান হিসেবে আপনি চাইলেই সকল অনৈসলামিক কার্যকলাপগুলো মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারেন। দেশে বর্তমানে চলমান নানারকম অনৈসলামিক কর্মকাণ্ডের মধ্যে বিশেষ করে চলমান এই সংকট থেকে পরিত্রাণের প্রত্যাশায় সকল জাতীয় প্রচার মাধ্যমগুলোতে /টেলিভিশন/রেডিও) সকলপ্রকার গান-বাজনা, নাটক-সিনেমা কিংবা ইসলাম সম্মত নয় এমন সকল অনুষ্ঠান বন্ধ করুন।

যতদিন পর্যন্ত পরিবেশ অনুকূল না হয়, ততদিন পর্যন্ত শুধুমাত্র সংবাদ প্রচার করা ব্যতীত বাকি সময়টুকু সকল রেডিও-টেলিভিশন চ্যানেলে কোরআন তেলাওয়াত ও দোয়ার আমলের প্রচারণা বাধ্যতামূলক করুন।

নিউজটি শেয়ার করুন :