বিশেষ প্রতিনিধিঃ আমির বিন সুলতান / অনলাইন পোর্টাল প্রবাস টাইমের উদ্যোগে ওমান বাঙালি প্রবাসীদের নিয়ে আয়োজিত!”প্রবাস টাইম প্রতিভার সন্ধানে ২০২০ এর ফলাফল ঘোষণা করেন ২২শে মে শুক্রবার রাত ১০টায়। টানা দশদিন ধারাবাহিক পর্বাকারে অনলাইন লাইভে একশো জন প্রবাসী প্রতিযোগি নিয়ে,প্রবাস টাইম এর সম্পাদক বাইজিদ আল হাসান এর সঞ্চলনায় বিজ্ঞ দু’জন জাতীয়মানের বিচারকের উপস্থিতিতে প্রতিযোগিতার আয়োজন সফল সম্পন্ন করেন।
২২শে মে সর্বশেষ শীর্ষ তিনজন বিজয়ীসহ বিশজন বিজয়ী প্রতিযোগির নাম ঘোষণা করেন বিশেষ অতিথি- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব হাফেজ মাও মুফতি মহিউদ্দীন কাসেমি (দাঃ মাঃ) এবং ইসলামিক ফাউন্ডেশন এর মিডিয়া ইনচার্জ ও একুশে টিভির উপস্থাপক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম আশেকী।
শীর্ষ প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং পঞ্চম স্থান অর্জনকারীরা হলেন ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান এর শিল্পীরা। তারা হলেন.
১ম স্থান অর্জানকারী
কামরুল হাসান সাকি
প্রশিক্ষণ সম্পাদক- ইসলামি সাংস্কৃতিক ফোরাম ওমান।
২য় স্থান অর্জনকারী
ইয়াছিন আরাফাত
সদস্য-ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান।
এবং
৫ম স্থান অর্জনকারী
রমজান মিয়া
সদস্য ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান।
প্রথম স্থান অর্জনকারী পুরষ্কার হিসেবে পেয়েছেন ৬০,০০০ টাকা মূল্যের একটি ল্যাপটপ, তার সমমূল্য টাকা। দ্বিতীয় স্থান অর্জনকারী ৩০,০০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন।
এনং পঞ্চম স্থান অর্জনকারী পেয়েছেন ফ্রেন্ডি মোবাইল কোম্পানি থেকে আকর্ষণীয় সীমের অফার।
ফোরামের শিল্পীরা বিজয়ী অর্জনে ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান এর সভাপতি
হাফেজ মাহবুবুর রহমান আনন্দ প্রকাশ করেন এবং বিজয়ীদের অভিবাদন জানান।