এম,এ,তাহের (তারেক), সাতকানিয়া চট্টগ্রামঃ
সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাংঙ্গীয়া নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, আমিরাবাদ সুফিয়া আলিয়া ডিগ্রী মাদ্রাসার প্রাক্তন প্রভাষক মুহাম্মদ আলী(৬৭)গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ঘটিকার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ শুক্রবার বাদ আছর নামাযের পর জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নুর আহমদ, আমিলাইশ ইউপি চেয়ারম্যান ছরুয়ার কামাল, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়, জানাজা ও মোনাজাত পরিচালনা করেন আমিরাবাদ সুফিয়া আলিয়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফজলুল হক।