আমিনা আক্তার পিংকি, বালাগঞ্জ প্রতিনিধিঃ
কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের ৪ জন আহত হয়।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮ টা ৩০মিনিটে কুলাউড়া জুড়ী সড়কে আছুরিঘাটে ঘন কোয়াশার কারণে এ ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলে দুই জন নারী সহ ৪ জন আহত হয়।
খরব পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এবং ডাঃ সুমাইয়া বিনতে জাহান দুজনকে মৃত ঘোষণা করেন।
খরব নিয়ে জানা যায়, হাজীপুর ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুলের স্ত্রী ও বালাগঞ্জ ডি এন হাইস্কুলের শিক্ষকের স্ত্রী সোফানা আক্তার (৪৫) ও তার ছোট ভাই আহমদ চৌধুরীর স্ত্রী শিউলি আক্তার (৫৫)।
কুলাউড়া থানার ওসি শামিম মুসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা হাসপাতালে রয়েছি আইনি কাজ শেষে লাশ হস্তান্তর করা হবে।