শিরোনাম

প্রেমিকার উপর অভিমানে নওগাঁয় কলেজ ছাত্রের আত্মহত্যা!

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁয় ছাত্রাবাস থেকে আজমীর হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানায়, প্রেমঘটিত কারণে প্রেমিকার উপর অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে তাদের প্রাথমিক ধারণা।

নিহত কলেজ ছাত্র জেলার সাপাহার উপজেলার
বাবুপুর গ্রামের মনছুর আলীর ছেলে বলে জানা গেছে। নিহত আজমীর হোসেন (১৮) সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার ঠিক পূর্ব মহুর্তে সদরের মধু প্রভাষকের ছাত্রাবাসে গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজমীর তার ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্ন হত্যা করে। কিছুক্ষন পর তার রুম মেট ঘরের দরজা বন্ধ দেখে দরজায় ধাক্কা ধাক্কি করায় দরজার শিকল ভেঙ্গে গেলে ঘরে
ফাঁসলাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখে চিতৎকার করতে থাকে।

তার আত্ন চিতকারে মেসের অন্যান্য শিক্ষার্থীরা ছুটে এসে তার লাশ দেখতে পায় এবং বিষয়টি থানায় অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত অবস্থায় তার লাশটি নামিয়ে থানা হেফাজতে নেয়।

রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার মৃত্যুর কোন রহস্য উদ্ধার করতে পারেনি তবে তার হাতে এসিড দিয়ে পুড়িয়ে এস লেখা দেখে সুমী নামের কোন এক মেয়ের সাথে তার কোন সম্পর্ক থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :