শিরোনাম

প্রেসক্লাব কোম্পানীগঞ্জ এর নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সংবর্ধিত

 

এম. এস আরমান, নোয়াখালী: গতকাল (২৮সেপ্টেম্বর’১৯) রোজ শনিবার সন্ধা ৭ টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে অবস্থিত প্রেসক্লাব কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সভাপতি হাসান ইমাম রাসেল এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রণিকে ক্লাবের সদস্যদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সালেকিন রিমন,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালীর সময় পত্রিকার সম্পাদক সামছুউদ্দিন নোমান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রণির সঞ্চলনায় নতুন সদস্যদের নিয়ে একটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সহ-সভাপতি নাজি উদ্দিন নিজাম, যুগ্নসম্পাদক- আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক -রহমত উল্লাহ, সিনিয়র সদস্য,সাহাব উদ্দিন সোহাগ, গিয়াস উদ্দিন রুবেল,নাজমুল হোসেন জনি, নতুন সদস্য- মুহা. নাসির উদ্দিন, ইমাম হোসেন, কামরুল ইসলাম ও এম.এস আরমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :