শিরোনাম

ফটিকছড়ির আল্লামা কাসেম অসুস্থ, দেখতে গেলেন নাজিরহাট বড় মাদ্রাসা মুহতামিম

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসার মজলিসে শুরার প্রবীণ সদস্য,দারুল উলুম হাটহাজারীর সাবেক সহকারী পরিচালক ও জামিয়া তা’লীমুদ্দীনের সদরে মুহতামিম আল্লামা হাফেজ কাসেমক অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন আছেন।

আজ (১৩জানুয়ারী) বুধবার চিকিৎসার খোঁজ-খবর ও তাকে দেখতে গেলেন নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান কাসেমীও মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জাফর অাহমদ ।

আল্লামা কাসেম দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। দু’দিন অাগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। তারা আল্লামা কাসেমীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন :