শিরোনাম

ফতেহপুরে তদবিরের নামে টাকা আত্মসাতের অভিযোগ

 

সিলেট জেলা প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আং খালিক। প্রথমে সে একজন সাধারণ মজদুর ছিল। মজদুরি করে সংসার চালাত।

পরবর্তীতে তার কুকর্মের কারণে মানুষের অভিশাপে সে পঙ্গু হয়ে যায়। অতপর তার এক ভাগ্নীকে (বোনের মেয়ে) সিলেটের টিলাগড়ের বাসিন্দা তোতা মিয়ার ছেলের সঙ্গে বিয়ে দেয়। ফলে আং খালিক ও তোতা মিয়ার মধ্যে বিয়াইয়ের সম্পর্ক গড়ে উঠে। এবং তারা উভয়ে প্রতারণার পথ বেছে নেয়।

তখন আং খালিক নিজেকে শাহ খালিক এবং তোতা মিয়ার মাথায় সিন্ধুর পড়িয়ে কৃঞ্চ খাসিয়া নামে নিজের তদবিরের উস্তাদ বলে প্রচার করে।এবং নিজের বাড়িতে প্রতিদিন রোগী দেখার আস্তানা বসায়।

কৃঞ্চ খাসিয়া প্রতিদিন ইন্ডিয়া থেকে আসেন বলে তদবিরের নামে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ধীরে ধীরে বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসলে সাধারণ মানুষ সোচ্চার হয়ে তাদের প্রতিহত করার পরিকল্পনা করে।

বিষয়টি টের পেয়ে কৃষ্ণ খাসিয়াও সতর্ক হয়ে যায় এবং রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে আসে এবং লুকিয়ে লুকিয়ে চলে যায়। পরে একদিন স্থানীয়রা কৃষ্ণ খাসিয়াকে আসতে দেখে তাকে ধরে গণধোলাই দেয়। আর নাম পরিচয় জিজ্ঞেস করলে বলে তার নাম তোলা মিয়া। সে একজন মুসলমান এবং টিলাগড়ের বাসিন্দা। মাথায় সিন্ধুর পরে খাসিয়া পরিচয়ে তদবিরের নামে মানুষের কাছ থেকে তারা টাকা আত্মসাৎ করে। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন :