শিরোনাম

ফলের চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা আজিম ভূইয়ার

 

ওসমান গণি, লক্ষ্মীপুর প্রতিনিধি:

ছোটবেলা থেকে স্বপ্ন ফলের চাষ করে স্বাবলম্বী হওয়ার। সে স্বপ্ন থেকে অন্যের জমি লীজ নিয়ে মাল্টা চাষ শুরু করেছেন লক্ষ্মীপুরের উদ্যোগক্তা আজিম উদ্দিন ভূইয়া।

রসালো এ ফলটি বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি। জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন পরিকল্পিতভাবে ও প্রশিক্ষণ গ্রহন করে চাষ করলে আজিমসহ লাভবান হবেন এ অঞ্চলের ফল চাষিগণ। লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের শাহ নেওয়াজ ভূইয়ার ছেলে আজিম উদ্দিন ভূইয়া। শাইখ সিরাজের ও ইন্টারনেটে কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে ফলের বাগান করার স্বপ্ন দেখেছেন তিনি। সে লক্ষ্যে জেলার সদর উপজেলার চররুহিতার চরমন্ডল গ্রামে গত দুই বছর থেকে ৮ একর জমির উপর গড়ে তুলেন ভূইয়া ফ্রুটস নামে একটি ফলের বাগান।

আজিমের এই বাগানে ৬ হাজার ফলের গাছ রয়েছে। এর মধ্যে বারী-ওয়ান জাতের ১৫’শ মাল্টা গাছ, থাই জাতের ২৫’শ পেয়ারা গাছ, হিম সাগর জাতের এক হাজারটি আম গাছ এবং আপেল ও নারকেলি জাতের ৫’শ বরই গাছ রয়েছে।

আজিমের ফলের বাগানে দুইজন শ্রমিক নিয়মিত কাজ করছেন। বাগানটি করার শুরুতে রাজশাহী থেকে এসব ফল গাছের কলম সংগ্রহ করেন এই উদ্যোগক্তা। ইতিমধ্যে গাছগুলোতে ফল আহরণ শুরু হয়েছে। যা স্থানীয় বাজারগুলোতে সরবরাহ করা হচ্ছে।

আজিম উদ্দিন ভূইয়া এই প্রতিবেদককে বলেন, প্রশিক্ষণ ছাড়া বাগান তৈরি করার শুরুতে কিছুটা সমস্যায় পড়েছেন তিনি। এখন সে সমস্যাগুলো নেই। সম্প্রতি তিনি বাগান থেকে মাল্টা আহরণ শুরু করেছেন। যেগুলো স্থানীয় বাজারগুলোতে সরবরাহ করছেন। এ বছর উৎপাদিত ফলের পরিমাণ কম হলেও আগামী বছর অধিক ফলনের আশা করছেন আজিম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন জানান, আজিমের এই উদ্যোগ দেখে তিনিও আনন্দিত। আজিমের মতো শিক্ষিত বেকার যুবকসহ উদ্যোগক্তারা পরিকল্পিতভাবে ও প্রশিক্ষণ গ্রহন করে ফল চাষ করলে লাভবান হবেন বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন :