শিরোনাম

ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের দাফন সম্পন্ন

 

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীর স্পেশাল টিম ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের গ্রামের বাড়ি লেমুয়াতে আজ সকাল ১০টায় জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের জানাযায় জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলা উদ্দিন আলাল ও লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন নাসিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফার ফেনী জেলা ডিজি মঞ্জুরুল আলম মজুমদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি আকরামুল হক ভূঁইয়ার নেতৃত্বে ইফার ৫ সদস্য ও আব্দুল হাই সুমন, এইচ এম সালেহ , এইচ এম ইউসুফ ও মোঃ সাখাওয়াত হোসাইন দাফন সম্পন্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন :