শিরোনাম

ফ্রান্সে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে চট্টগ্রাম নগরী উত্তাল

ডেস্ক রিপোর্ট:

ফ্রান্সে নবীকে নিয়ে ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদে আজ (২৯ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর’র আয়োজনে আগ্রাবাদ বাদামতলী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

এতে নগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আল ইকবাল হোসেন, আবুল কাশেম মাতুব্বর, মোঃ ইব্রাহিম খলিল, মাও. ওয়াজে হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারী রেজাউল করীম রেজা, হা. মাও. শেখ আমজাদ হোসেন, মাও. সানাউল্লাহ নূরী মাহমুদী, মুফতি শাহেদুর রহমান, মাও. এরশাদ উল্লাহ, কে. এম. নূহু হোসাইন, মাও. এস এম হুমায়ুন কবীর, মোহাম্মদ মনির প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ থেকে চট্টগ্রামের প্রতিটি থানায় আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। মিছিলটি আগ্রাবাদ বাদামতলী থেকে বিভিন্ন নগরী প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন :