ডেস্ক রিপোর্ট:
ছিিিিিিিিিিিিি
ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ গোয়ালন্দ উপজেলা কওমী মাদ্রাসা উলামা পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। বাদ আসর গোয়ালন্দ বাজার বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আনসার ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গোয়ালন্দ নিজামিয়া মাদ্রাসার মোহতামিম, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, বাজার বড় মসজিদের ইমাম, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মুফতি শামসুল হুদা, মাওলানা খলিলুর রহমান সহ প্রমুখ ওলামায়ে কেরাম।
সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারকে হুঁশিয়ার উচ্চারন করে বলেন, অবিলম্বে এই ধৃষ্টতা বন্ধ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না। যদি এই ন্যাক্কার জনক কাজ বন্ধ না হয়,ফ্রান্স সরকার অচিরেরই তারা ধ্বংস হবে। তারা পৃথিবির বুকে এক ঘরে হয়ে যায়।
সমাবেশে বক্তারা ফ্রান্স পণ্য বয়কটের আহবান জানান। কোন মুসলমান যেন ফ্রান্সের পণ্য আর ক্রয় না করে, সে ব্যাপারে সকলের সজাগ থাকতে হবে।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুআ মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।