মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: গতকাল (২ আগস্ট ১৯ইং) শুক্রবার, চট্টগ্রাম ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় নগরীর ইপিজেড থানার বন্দরটিলায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রিডম ব্ল্যাড ব্যাংক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন” ইপিজেড থানার যৌথ উদ্যোগে পথ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
“সবাই হলে সচেতন ডেঙ্গু রুখতে কতক্ষন” এ স্লোগানকে সামনে রেখে ফ্রিডম ব্ল্যাড ব্যাংক’র উদ্যোগে পথ সভা ও র্যালী অনুষ্ঠিত।
সংগঠনের সভাপতি নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক মানবাধিকার কর্মী খান মোহাম্মদ সাইফুল ও সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন ফারুক এর সঞ্চালনায় পথ সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ একেএম শফিকুল ইসলাম, ইপিজেড থানা আওয়ামীলীগের আহ্বায়ক হাজী হারুন-অর-রশিদ, যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু তাহের, ৩৯নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন, ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শারমিন ফারুক সুলতানা।
পথ সভা ও র্যালীতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক শাহীন, সাংবাদিক বাবুল হোসেন বাবলা, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ইপিজেড থানা শাখার সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ হোসেন রাসেল, মানবাধিকার কর্মী ইকবাল হোসেন সুমন, ছাত্রলীগ নেতা (চট্টগ্রাম কমার্স কলেজ) ইকবাল হোসেন নয়ন। এছাড়া সামাজিক সংগঠন সম্যক্য প্রচেষ্টা, লাইটার বাংলাদেশ, হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি, জ্ঞানের মশাল আরো বিভিন্ন সংগঠন উক্ত পথ সভা ও র্যালীতে অংশগ্রহণ করেন।
পথ সভায় বক্তারা ডেঙ্গু রোগের সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সিটি কর্পোরেশন কর্তৃক ডেঙ্গু মশা নিধনে কার্য্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানান। এছাড়া ঘরে ও বাড়ীর আশ পাশে পানি জমে থাকলে তা অন্তত তিন দিন পর পর পরিস্কার করারও আহ্বান করেন।
সর্বোপরী নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা আছে কিনা এবং আশেপাশের সকলকে নিয়ে খোঁজ-খবর নেয়া, ডেঙ্গু প্রতিরোধের জন্য সকলকে সচেষ্ট হওয়ার জন্য আহ্বান জানান।