আমির বিন সুলতান : বগুড়া পাঠচক্রের (মুক্ত ও গঠনমূলক আলোচনা) নিয়মিত পাক্ষিক পাঠচক্র সফলভাবে সম্পন্ন হয়েছে। কবি ও গবেষক মাসুদ রানার লেখা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রজীবন ও তাঁর ছাত্র রাজনীতি” গ্রন্থের ওপর অনুষ্ঠিত পাঠচক্রের শুরুতে গ্রন্থটির উপর বিষদ আলোচনা করেন চিন্তক শেখ ফরিদ। এরপর একে একে গ্রন্থটির ওপর আলোচনা রাখেন কবি ও কথাশিল্পী মুহাম্মদ ইয়াকুব, কবি জাকির পারভেজসহ উপস্থিত সুধীজন।
কবি ও গবেষক মাসুদ রানা গ্রন্থটির উপর আলোচিত বিষয়াবলী নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং গ্রন্থটিকে পাঠচক্রের আলোচ্যসূচিতে রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাঠচক্রের প্রধান অতিথি কবি ও সংগঠক করিম মোহাম্মদ বলেন, বইটির সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে লেখকের উদ্দেশ্যের উপর। সুসময় কাজে লাগানোর উদ্দেশ্যে গ্রন্থটি লিখে থাকলে তা কালের গর্ভে হারিয়ে যাবে। আর যদি প্রকৃতার্থে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রন্থটির গ্রন্থনা করে থাকে, তবে তা সন্দেহাতীতভাবে মহাকালকে ধারণ করবে।