শিরোনাম

বঙ্গ বন্ধু বলেছিলেন খাস জমির অধিকার ভূমিহীনদের: এড. মিঞা ফারুক

 

জাহাঙ্গীর আলম তালুকদার, চট্রগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন লোহাগাড়া উপজেলা শাখা আয়োজিত জাতীয় শোক সভা ও দোয়া মাহফিল আজ (৩০ আগস্ট’১৯ইং) বিকাল ৪:০০ ঘটিকার সময়, পদুয়া হামিদ হোসেন মার্কেট ভবনে অনুষ্ঠিত হয়। ভূমিহীন আন্দোলন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি মো: নুরুল ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ও ভূমিহীন আন্দোলনের লোহাগাড়া উপজেলা শাখার সন্মানিত সভাপতি এড, মোহাম্মদ মিয়া ফারুক।

সঞ্চলনায় ছিলেন জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক ভূমিহীন আন্দোলন লেহাগাড়া উপজেলা শাখা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ আব্দুল নূর প্রভাষক, ছাদাহ দূদূ ফকির মাদ্রাসা, সাতকানিয়া চট্রগ্রাম। সর্বিক সহযোগিতায় ছিলেন কাওছার আলম যুগ্ন সাধারন সম্পাদক ভূমিহীন আন্দোলন লোহাগাড়া উপজেলা শাখা। এম, এ তাহের তারেক, মো: মাহমুদুল, ড়া. হরিসংকর সিকদার, মোঃ ফারুক, জিয়া হোসেন, আবুল কাশেম, ইসমাইল হোসেন, আবদুর রহিম, হাজি ফোরকান মৃদূল বড়ুয়া, আব্বা উদ্দীন, কাজি সের আলি, জসিম উূ্দীন প্রমূখ।

প্রধান অতিথি বলেন যার জন্ম নাহলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতামনা, যার জন্ম নাহলে আমরা একটি লাল সবুজের পতাকা পেতামনা , সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, ১৯৭১ এর পরাজিত শক্তির একদল বেঈমান সেনা সদস্যের হাতে। তিনি বলেন আমরা এমন একজন পিতাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র সাধরণ মানুষের কি ভাবে ভাগ্যের উন্নতি হয়। এবং সাধারণ মানুষ যেন অবহেলিত না হয়, এইদেশের মানুষের অধিকার ও বাংঙ্গালী জাতির মুক্তির জন্য সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গ বন্ধু বলে ছিলেন খাস জমির অধিকার ভূমিহীন জনতার।

প্রাধান অতিথি বলেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে বিদেশের মাটিতে থেকে এদশে এনে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদের বিচারের দাবী জানান। তা না হলে বঙ্গবন্ধু আত্মার শান্তি পাবেনা বলে মন্তব্য করেন। তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হসিনার প্রসাংসা করে বলেন, দেশ এখন উন্নয়নে এগিয়ে চলছে। দেশে যোগাযোগ ব্যাবস্থার, তথ্য প্রযুক্তির, শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়েছে। এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে আছে। তিনি সাধারন মানুষকে ঐক্য থাকার আহবান জানান। এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তি শালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন :