শিরোনাম

বন্দর থানার জাতীয় ওলামা মাশায়েখদের নতুন শেসন’র কমিটি গঠন

মুফতি মাহমুদ হাসান সভাপতি, মাও. রুহুল আমিন সিনিয়র সহ- সভাপতি, কে. এম. নূহু হোসাইন সহ- সভাপতি, মাও. ফয়জুল্লাহ সাধারন সম্পাদক ও মাও. মাহমুদ হাসান সাংগঠনিক সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগর কর্তৃক আজ (৮- ২৮ আগস্ট ১৯ইং) বুধবার বন্দর থানা শাখা (আইএবি) কার্যালয় বাদ ইশা’ বন্দর থানা শাখার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’র নতুন শেসনের কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নগর ওলামা মাশায়েখ নেতা হা. মাও. শেখ আমজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক হা. মাও. মুফতি ইমদাদুল্লাহ কাবীর ভূঁইয়া।

বন্দর থানা শাখার জাতীয় ওলামা মাশায়েখ সভাপতি হা. মাও. মুফতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন দৈনিক ওলামা কন্ঠ’র সম্পাদক কে. এম. নূহু হোসাইন, মাও. ফয়জুল্লাহ, মাও. রুহুল আমিন, মাও. মাহমুদ হাসান, মো: হারুন অর রশীদ, মো: ইয়াছিন আরাফাত, মো: রফিকুল ইসলাম (মাসুদ) মো: রফিকুল ইসলাম করাসিন প্রমূখ।

ব্যাক্তিগত গোপন ভোট ও পরামর্শের ভিত্তিতে হা. মাও. মুফতি মাহমুদ হাসানকে সভাপতি, মাও. রুহুল আমিনকে সিনিয়র সহ- সভাপতি, কে. এম. নূহু হোসাইনকে সহ- সভাপতি, মাও. ফয়জুল্লাহকে সাধারন সম্পাদক ও মাও. মাহমুদ হাসানকে সাংগঠনিক সম্পাদক মনোণীত করে, নগর সেক্রেটারী মাও. শেখ আজাদ হোসেন হাউজে ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন :