এম, লুৎফর রহমান, ঝালকাঠি:
আজ (২৮ ডিসেম্বর’১৯) শনিবার রাত আনুমানিক ১২ টার পরে আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই কম্বল নিয়ে নেমে পরেন, বরিশাল শহরের অলিগলি খুঁজে ছিন্নমূল অসহায় মানুষের শরীরে জরিয়ে দিতে দেখা যায়।
সাধারণ গরিব আশ্রয় হীন মানুষ হুজুরের হাত থেকে পাওয়া কম্বল পেয়ে নিজের জন্য দোয়ার সম্বল মনে করে পরম যত্নে জরিয়ে রাখতে দেখা যায়।
এসময় হুজুরের সাথে ছিলেন জেলা ও মহানগর আন্দোলনের নেতা কর্মীরা।
নিউজটি শেয়ার করুন :