শিরোনাম

বরিশালে অটো ইজিবাইক বন্ধ সিদ্ধান্তের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

হাজার হাজার শ্রমিকদের দুঃখ-দুর্দশার দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিতে আমি অসহায় শ্রমিকদের পাশে দাড়াই।

মো: আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: বরিশালে অটো ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচলে প্রতিবন্ধকতা এবং বিসিসি কর্তৃক বন্ধ করার হীন সিদ্ধান্তের প্রতিবাদে
অাজ (১ অক্টোবর ১৯ইং) মঙ্গলবার বরিশাল মুজাহিদ কমপ্লেক্স চাঁদমারীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্বদেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর’র সম্মানিত সভাপতি: নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ মুফতি ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠের সাথে লক্ষ্য করছি যে বরিশাল মহানগরীতে ২৬১০ ব্যাটারি চালিত অটো ইজি বাইক, ৫৫০০ রিক্সা , ২০০০ ভ্যানগাড়ী, ১০০০ বক্স ভ্যান, এবং পাঁচশত ঠেলাগাড়ি- যা বিসিসি কর্তৃক নিবন্ধিত ছিল। গত দু-মাসের মধ্যে উক্ত যানবাহনগুলোর নবায়ন বন্ধ করে দিয়েছে বিসিসি। ইতিমধ্যে বিবিসি’র পক্ষ থেকে (ডিএমভি) ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যাপক মাইকিং করা হয়েছে যে, অদ্য ১ অক্টোবর বরিশাল সিটির গুরুত্বপূর্ণ সড়ক, সদর রোড ফজলুল হক এভিনিউ, চকবাজার রোডে অটো ইজিবাইক ইত্যাদি আর চলতে দেয়া হবে না

তিনি আরো বলেন, স্বল্প সময়ের মধ্যে বিসিসি’র প্রতিটি সড়ক থেকে অটো ইজিবাইক কে স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে। এ যেন মরার উপর কাটার ঘাঁ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বিগত তিন বছর পূর্বে ঠিক একই কায়দায় পরিবেশবান্ধব এ অটো ইজিবাইক কে স্থায়ীভাবে অপসারণ করার জন্য তৎকালীন বিসিসি মেয়র সিদ্ধান্ত নিয়েছিল, মাইকিনও করেছিল।

তিনি বলেন, হাজার হাজার শ্রমিকদের দুঃখ-দুর্দশার দিকে তাকিয়ে মানবিক দৃষ্টিতে আমি অসহায় শ্রমিকদের পাশে দাড়াই। বিসিসি মেয়র এবং প্রশাসন উক্ত গর্হিত অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। আলহামদুলিল্লাহ। উল্লেখ্য যে বর্ণিত বিষয়ে বিগত আন্দোলন চলাকালীন ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক ময়দানে) বিশাল শ্রমিক সমাবেশ হাজার হাজার শ্রমিকদের মাঝে আমার প্রকাশ্য বক্তব্য একপর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম সিটিতে অটো ইজিবাইক ভবিষ্যত বন্ধ করা হলে আপনাদের সাথে মিলেমিশে আবারও আন্দোলনে শামিল হবো ইনশাআল্লাহ।

সে ধারাবাহিকতার আলোকে গতকাল সোমবার ভুক্তভুগী শতাধিক অসহায় নিরীহ শ্রমিক চরমোনাইতে আমার নিকটে গিয়ে তাদের পরিবার স্ত্রী/পুত্র পরিজন নিয়ে বেকারত্বের অভিশাপ, ভয়াবহ অসহায়ত্বের কথা, হৃদয়ের ব্যথা অস্রুসিক্ত নয়নে তুলে ধরেন। মহান আল্লাহর কৃপা ও মহিমায় আমি তাদেরকে আশ্বস্ত করি। একান্ত মানবিক দৃষ্টিতে সে সুবাদেই সূচনাপর্ব অদ্যকার এ সাংবাদিক সম্মেলন।

নিউজটি শেয়ার করুন :