শিরোনাম
ছবি:সংগ্রেহিত

বরিশালে চলছে যাত্রি হয়রানি স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই

বরিশাল প্রতিনিধি: আজ সোমবার ১৯ জুলাই’২০২১ বিকাল ৪  টায় সরোজ মিনে গিয়ে দেখাযায় বরিশাল রুপাতলি থেকে দক্ষিন অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলারে উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অকিরিক্ত যাত্রি বহন এবং যাত্রিদের কাছথেকে দেড়গুন দ্বিগুন ভাড়া আদায় করছেন।

এবিষয়ে কাউন্টারে জানতে চাওয়া হলে তারা বলে ২/৩ দিন এভাবে চলবে সবাই নিচ্ছে আমরাও নিবো তার কাছে জানতেচায় এক যাত্রি যে ভাই এবিষয়ে সরকারি কোন প্রজ্ঞাপন আছে কিনা সে বলে না ভাই সরকারি কোন আদেশ নাই । তাই সাধারণ যাত্রিরা রয়ে স্বাস্থ্য ঝুকির মধ্যে । দেশ ও দেশের মানুষকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেম কামনা করছেন সাধারণ যাত্রীরা্

নিউজটি শেয়ার করুন :