শিরোনাম

বর্তমানে বক্তা আলেমদের করণীয়: মুফতি ওমর ফারুক যুক্তিবাদী

আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে বলেন, আল্লাহর বান্দাদের মাঝে আলেম-ওলামারা আল্লাহকে অধিক ভয় করে থাকে! ( সূরা ফাতির ২৮) অন্য আয়াতে
বলেন, যারা জানে আর যারা জানে না তারা এক বা সমান হতে পারে না (সূরা যুমার ৯ ) রাসুল (সা) বলেন, প্রত্যেক নর-নারীর উপর এলমে দ্বীন তলব করা ফরজ অপরিহার্য যা ফরজ (বুখারী শরীফ) এলেম দুই প্রকার ১) জাহেরী এলেম যেমন: নামাজ-রোজা, হালাল-হারাম, পবিত্রতার জ্ঞান অর্জন করা ২) বাতেনী এলেম যেমন: এসলাহী নফস, শুকুর, সবর, রিয়া, অহংকার করা, ইত্যাদি।

এলেম হাসিল এদিক দিয়া আবার দুই প্রকার। ১) কিছু এলেম অর্জন করা ফরজে আইন, যেমন: বিশুদ্ধ আকিদার, পবিত্রতা অপবিত্রতা জ্ঞান, নামাজ রোজার এলেম হাসিল করা।
২) অাবার কিছু এলেম অর্জন করা ফরজে কেফায়া, যেমন: কোরআন/হাদিস থেকে গবেষনা ও তাহকিক করে এলেম বের করা কিছু সংখ্যক লোক হাসিল করা ফরজে কেফায়া আলেমরা এ জিম্মাদারী পালন করবে। অন্যরা তা থেকে বেঁচে যাবেন। ওলামায়ে কেরামগন কিছু দায়িত্ব পালন করলে দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তি মিলবে।

১নিজেও নিজের ছেলে-মেয়ে পরিবারকে আমলের প্রতি তাগিদ পরামর্শ সভার তালিম তরবিয়ত জারি রাখা।
২) নিজের আত্মশুদ্ধির জন্য চিরন্তর চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া।
৩) যারা মাদরাসায় আছে কিতাবাদি দলিল ভিত্তিক বিষয়ভিত্তিক মুতালাআ করে, আরো উন্নাত পরিকপ্লনা অর্জন করা।
৪) যাদের লেখার যোগ্যতা আছে ধর্মীয় কিতাব দৈনিক মাসিক পাক্ষিক পত্রিকা লেখালেখি করা।
৫) আধুনিক সময়ের ইস্যু উন্নত পরিস্থিতি নিয়ে কোরআন-হাদিসের সমন্বয়ে গবেষণা করা ও তা জাতির সামনে পেশ করা
৬) নিজ পরিবারকে ইসলামের উপর রাখতে ঘরে তালিমের তদারকি জারি রাখা।
৭) অলসতা, গল্প-গুজব, সমালোচনা করে সময় অবহেলা না করা।
৮) দুনিয়ার কাজের পাশাপাশি সুন্নাতের পাবন্ধি হওয়া ও দ্বীনের কাজে এগিয়ে যাওয়া।
৯) সবাই মিলেমিশে কাজ এগিয়ে নেওয়া। কারো বিরোধিতা না করা কর্মপন্থা আগে ঠিক করে নেওয়া।
১০) নিজের আমল আক্বীদা আখলাক সযত্ন হওয়া।
১১) বৃহত্তর পরিকল্পনা দিকনির্দেশনা নিয়ে মাঠে ময়দানে সব সেক্টরে এগিয়ে যাওয়া।
১২) সমাজের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সংগঠন গড়ে তোলে বানিয়ে আলেমদের মতে সমাজের লোকগুলোকে পরিচালিত করা।
১৩) মসজিদে তালিম তাফসীর সুন্নাত শিক্ষা ইত্যাদি আমল চালু রেখে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহমুখী করা।
১৪) কলেজ ভার্সিটির ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য সময় বের করে তালিম কোরআন শিক্ষা দেওয়া।
১৫) ওয়াজ মাহফিল জিকির হালকা মসজিদে পাড়ায়-মহল্লায় করা।
১৬) যাদের মাঝে বদ জবান বদ আখলাক অনৈতিকতা রয়েছে তাদের থেকে দূরে থাকা হেকমতে তাদের মাঝে কাজ চালানো।
১৭) কারো পেছনে লেগে অযথা সময় ব্যয় না করা।
১৮) নিজের কাজে ধর্মীয় আঙ্গিকে এগিয়ে যাওয়া।
১৯) লেখক সাহিত্যিক র্শনিক মুরব্বিদের কিতাব জীবনী প্রচুর পরিমাণে পড়ে বড় হওয়ার জন্য চেষ্টা-সাধনা দোয়া করা।
২০) বেদাতিদের কে গালিও বেদাতি না বলে কৌশলে হেকমতে ঢুকে দাওয়াতী কাজ করা খাওয়ায় চলায় রাস্তায় সর্তকতা অবলম্বন করা।

মুফতি ওমর ফারক যুক্তিবাদী
চেয়ারম্যান
ইত্তেফাকুন ওয়েজীন বাংলাল।
০১৭১০০৭০৫৫৩

নিউজটি শেয়ার করুন :