শিরোনাম

বর্তমান প্রেক্ষাপটে লৌহজংয়ের রাজনীতি 

 

আ.স.ম. আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ

লৌহজংয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শে উদ্দীপ্ত হয়ে হিংসা বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ লৌহজং উপজেলা শাখার নেতৃবৃন্ধের রাজনৈতিক তৎপরতায় এক ধাপ এগিয়ে রয়েছে। প্রতিটি ইউনিয়নে তাদের বলিষ্ঠ নেতৃত্বে হয়ে ওঠেছে চাঙ্গা। প্রতিটি দিন তাদের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলছেই।

লৌহজংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শতভাগ সহীহ ইসলামী রাজনীতির ধারক বাহক চরমোনাই পীর সাহেব হুজুরের অন্যতম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুরিদ ভক্ত ও অনুরাগীরা “সৃষ্টি যার আইন তার” এই নীতির উপর শতভাগ আস্থা রেখে মহান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় জান মাল ও সময় দিয়ে নবী করীম (সাঃ) এর সুমহান আদর্শ বাস্তবায়নে তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

হক্কানী আলেম ওলামাদের মতে, গোটা বিশ্বে শান্তি ও আল্লাহর রহমত পেতে হলে মহান আল্লাহ তায়ালা প্রদত্ত সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআনুল কারীমের আইন মোতাবেক দেশ পরিচালনার কোন বিকল্প নেই। তাদের তেজোদীপ্ত ঈমানে আকৃষ্ট হয়ে অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে নবীন প্রবীণ আবাল বৃদ্ধ বণিতা নেতৃবৃন্ধের সাথে কাফেলা গঠন করে চরমোনাইর বাৎসরিক মাহফিলে দলে দলে যোগ দিচ্ছে।

অত্র সংগঠনের যোগ্যতা সম্পন্ন নেতা হয়ে বাড়ী ফিরছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল কার্যক্রম প্রতিটি নেতা ও কর্মাীগণ ইবাদত মনে করেই করছে।

অত্র উপজেলায় বিএনপির রাজনৈতিক কার্যক্রম একেবারেই ঝিঁমিয়ে পড়েছে। নেতৃবৃন্ধের মাঝে ভয় ভীতি কাজ করায় বিএনপির অধিকাংশ অফিস তালাবন্দী থাকছে। কোন কোন অফিসে ময়লার কারখানায় পরিণত হয়েছে। দূর্গন্ধে অফিসে বসা দুরের কথা নিকট দিয়ে হেঁটে যাওয়াই কষ্টদায়ক হয়ে পড়েছে। মিছিল মিটিংও করতে নের্তৃবৃন্ধ প্রচুর ভয় পাওয়ায় বিএনপির ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এরশাদ পন্থী জাতীয় পার্টির অবস্থান খুবই নড়বড়ে। বছরখানিক পূর্বে হাঁটবাজারে মিছিল মিটিংয়ের ধ্বণি শুনা গেলেও এখন তা স্বপ্নের মতোই মনে হয়। শিমুলিয়া ঘাটে পরিবহন ব্যবসায় কোন কোন নেতাকে সক্রিয় দেখা যায়।

জামায়াত-শিবিরের কার্যক্রম নীরবে নিভৃতে গভীর রাতে ঘরোয়া ভাবে হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কোনো কোনো নেতা আওয়ামী লীগ নেতাদের সাথে তালে তাল মিলিয়ে এলাকায় থাকছে বলে জানা গেছে। লৌহজংয়ে অন্য কোন রাজনৈতিক সংগঠনের অফিস বা রাজনৈতিক তৎপরতা নেই।

নিউজটি শেয়ার করুন :