শিরোনাম

বর্নীল আয়োজনের মধ্যে দিয়ে ভোলা মানব কল্যাণ যুব সংঘ এর বনভোজন অনুষ্ঠিত

 

ভোলা প্রতিনিধি:

“হারিয়ে যাবো একদিন জন্য অচেনা পথ ভুলে” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় “ভোলা মানব কল্যাণ যুব সংঘ ও তুলাতুলি বন্ধমহলের যৌথ উদ্যোগে বার্ষিক বনভোজন- ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে ভোলার সদর উপজেলা ধনিয়া তুলাতুলি লঞ্চ ঘাট থেকে বাংলাদেশের বৃহওম দ্বীপ ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা উদ্দেশ্যে রওয়ানা করা হয়। উত্তাল মেঘনার কোল ঘেসে জেগে ওঠা তিনদিকে মেঘনা আর একদিকে বঙ্গোপসাগর বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সাজে সজ্জিত লীলাভূমি মনপুরায় জমকালো আয়োজনে মধ্যে দিয়ে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনে ভোলা মানব কল্যাণ যুব সংঘ ও তুলাতুলি বন্ধুমহলের সকল সদস্যরা সারারাত অনেক আনন্দো উল্লাসে করেন।তাদের আনন্দে আর উল্লাসে পুরো মেঘনা নদী বর্ণীল হয়ে ওঠে। এই আনন্দ আর উল্লাস ছড়িয়েছে পরে চারদিক।সদস্যদের আয়োজনে গান,নাচ,অভিনয় সহ নানা আয়োজন ছিল বনভোজনে।

তবে বনভোজনের প্রধান আকর্ষন ছিলো, চর কুকরি-মুমরি,ঢালচর ভ্রমন করা। কিন্তু নদীতে নব্যতা সংকটের কারনে নির্দিষ্ট স্থান পৌছাতে না পাড়ার মনপুরায় বনভোজনটি অনুষ্ঠিত হয়।

মনপুরা সদস্যরা দিন ভর ঘুরে যেন আনন্দো উল্লাসে মেতে উঠে। কেউ তুলছে ছবি,কেউবা সেলফি, কেউবা এক ঘাট এগিয়ে নদীতে গোসল করা। কেউবা মনের সুখে গান গেয়ে সীবিচ ও কেওড়া এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে মোটরবাইক দিয়ে বেড়িয়েছে।

‘সাগর কন্যা’ হিসেবে পরিচিত মনপুরায় নানান প্রজাতির গাছের সংখ্যা রয়েছে ৫ কোটিরও বেশি। রয়েছে একটি ল্যান্ডিং স্টেশন। সেখান থেকে সাগরের উত্তাল ঢেউয়ের দৃশ্য উপভোগ করা যায়। অথচ পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সাগর কন্যা আজও অবহেলিত।

মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘নিঃসন্দেহে এ অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। মনপুরার অবকাঠামোগত সুযোগ-সুবিধা, ভালো মানের হোটেল, যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ বিভিন্ন সুবিধা বাড়াতে পারলে পর্যটকদের আকৃষ্ট করা যাবে। সরকারি-বেসরকারি কিংবা এনজিও সংস্থাগুলোর প্রতিনিধিরা যদি গুরুত্বের সাথে অবহেলিত এ জনপদের উপর দৃষ্টি রাখে তাহলে খুব শিগগিরই এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।’ ঢাকা থেকে লঞ্চযোগে মনপুরা আসা যায়। সময় লাগে প্রায় ১২ ঘণ্টা। এ ছাড়া ভোলা থেকেও ইঞ্জিনচালিত ট্রলারে যাতায়াত করা যায়।

পরে দুইদিন ব্যাপি আনন্দ ভোজন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন :