শিরোনাম

বাংলাদেশে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে ফলে উদ্বেগ উৎকন্ঠায় জনগণ

আ.সা.আবু তালেব ঃ বাংলাদেশে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। খুন ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপক রূপ ধারন করায় উদ্বেগ উৎকন্ঠায় জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আপ্রাণ চেষ্টা করেও ধর্ষণ নামক অপরাধের লাগাম টেনে ধরে রাখা যাচ্ছেনা।

আট বছরের শিশু থেকে একশো বছরের বৃদ্ধা পযর্ন্ত অহরহ ধর্ষণের শিকার হচ্ছে। ধনীর দুলাল, গাড়ির চালক হেলপার, জাতির বিবেক টাইটেল প্রাপ্ত স্কুল, মাদ্রাসার শিক্ষকও ধর্ষণ নামক অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। সম্প্রতি ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক উপ সচিব টানা এক বছর ধরে জনৈকা কলেজ ছাত্রীকে মহা আনন্দে ধর্ষণ করছিলেন। উক্ত ঘটনায় করা মামলার চার্জশিট হওয়ার পর রেজাউল করিম রতন নামক ওই উপ সচিবকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে পত্রিকা সূত্রে জানা গেছে।

উল্লেখ যে, রাজধানী মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষক থাকাবস্থায় রেজাউল করিম রতন সেখানকার এক কলেজ ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অজ্ঞান করার পর চুপিসারে ধর্ষণ করে সেই চিত্র মোবাইলে ধারণ করে রাখে। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা এক বছর ওই কলেজ ছাত্রকে ধর্ষণ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন মহল্লায় গড়ে ওঠেছে কিশোর গ্যাং। হচ্ছে রাজনৈতিক ক্যাডারদের হাতে প্রকাশ্য দিবালোকে  খুন ছিনতাই সহ মাদকের ব্যবসা।

বিশেষজ্ঞদের মতে, সমাজে অতি মাত্রায় উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। লজ্জা নমীয়তা উধাও হয়ে গেছে। মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল ছবি দেখে তরুণরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তরুণদের নৈতিক অবক্ষয়ই সমাজে অপরাধের মূল কারণ হয়ে দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন :