শিরোনাম

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড’র প্রশিক্ষণ কর্মশালায় তারবিয়াত দিচ্ছেন নির্বাহী চেয়ারম্যান

মশিউর রহমান, বিশেষ রির্পোটার,পটুয়াখালীঃ

আজ ২৪ আগষ্ট রোজঃ সোমবার, রাত ০৮ ঘটিকায় সদর দফতর চরমোনাইতে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সম্মানিত প্রশিক্ষক ও পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ” নির্বাহী চেয়ারম্যান” আলহাজ্জ হযরত মাওঃ মুফতি সৈয়দ মুহাম্মাদ নূরুল কারীম দাঃ বাঃ (ছোট সাহেবজাদা,পীর সাহেব হুজুর চরমোনাই রহঃ) উপস্থিত থেকে তালিম-তারবিয়াত দেন।

নির্বাহী চেয়ারম্যান বলেন- দুইটি আমলের উপর মজবুত থাকতে পারলে সফল হওয়া যাবে। আমল দুইটি হলো – (১) মোখলেছ হওয়া (২) আদবওয়ালা হওয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব মাওঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওঃ আঃ সত্তার হামীদী, সহঃ শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওঃ আঃ রাজ্জাক, মাওঃ মিজানুর রহমান নোমানী সহ প্রশিক্ষক ও পরিদর্শক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :