মশিউর রহমান, বিশেষ রির্পোটার,পটুয়াখালীঃ
আজ ২৪ আগষ্ট রোজঃ সোমবার, রাত ০৮ ঘটিকায় সদর দফতর চরমোনাইতে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সম্মানিত প্রশিক্ষক ও পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ” নির্বাহী চেয়ারম্যান” আলহাজ্জ হযরত মাওঃ মুফতি সৈয়দ মুহাম্মাদ নূরুল কারীম দাঃ বাঃ (ছোট সাহেবজাদা,পীর সাহেব হুজুর চরমোনাই রহঃ) উপস্থিত থেকে তালিম-তারবিয়াত দেন।
নির্বাহী চেয়ারম্যান বলেন- দুইটি আমলের উপর মজবুত থাকতে পারলে সফল হওয়া যাবে। আমল দুইটি হলো – (১) মোখলেছ হওয়া (২) আদবওয়ালা হওয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের যুগ্ম মহাসচিব মাওঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওঃ আঃ সত্তার হামীদী, সহঃ শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মাওঃ আঃ রাজ্জাক, মাওঃ মিজানুর রহমান নোমানী সহ প্রশিক্ষক ও পরিদর্শক প্রমুখ।