শিরোনাম

বাউফলের বড় ডালিমায় রাস্তা বিলুপ্তির পথে। বাউফল প্রতিনিধি মো হাসান বাউফল উপজেলার নাজির পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় ডালিমায় যাতায়াত রাস্তাটি দীর্ঘদিন ধরে গর্ত আকার ধারণ করে বর্তমানে চলাচলের জন্য অনুপুযোগী হয় পড়েছে। রাস্তাটি কালাইয়া বন্দর থেকে খরস্রোত খালের পাশ দিয়ে ছোটো ডালিমার অভিমুখের দিকে ঠেকেছে। এই যাতায়াত রাস্তার মাজেই এক স্থানে বিগত কয়েক মাস ধরে গভীর এক গর্ত আকার ধারণ করে আছে। এখোনো কোনো মেরামতের তৎপরতা নেইনি বলে অভিযোগ করেছে স্থানীয়রা। উপস্থিত এলাকাবাসী আরো জানায় যোকোনো সময় এ স্থান দিয়ে ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তা টি অতি তারাতাড়ি মেরামত করার জন্য ও দাবি জানায় স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন :