শিরোনাম

বাউফলে এক রাতে চারটি ঘর চুরি হয়ছে

বাউফল প্রতিনিধিঃ

শুক্রবার দিবাগত-রাতে কৃষ্ণ কর্মকার ও বাউফল উপজেলার কালাইয়া বাজার ল্যাংরা মুন্সির পুল ও দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রাম গুলোতে এই রহস্যময় চুরির ঘটনা ঘটে।

এক সুত্রে জানা যায় চোরেরা স্বর্নলংকার টাকা এছাড়াও আরো মূল্যবান জিনিসপত্র চুরি করেছে।

কালাইয়া ইউনিয়নের ছাত্র লীগের সহসভাপতি ইশতিয়াক আহাম্মেদ সাদ্দাম এর বসত বাড়ি থেকে এক ভরি ওজনের একটি চেইন ও একটি মোবাইল নিয়েছে। খেজুর বাড়িয়া গ্রামের হাতেম আলী নামক এক বেক্তির বাড়ি থাকে তিনটি চেইন হুমায়ন কবীর হিমু মিয়ার বাড়ি থেকে একটি চেইন ও তিনটি আংটি ও অটো চালক তসলিম সিকদার এর বাড়ি থেকে দের ভরি স্বর্নলংকার ও এক লক্ষ নগদ টাকা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন :