শিরোনাম

বাউফলে কালাইয়া সংলগ্ন বেলি ব্রিজের বেহাল অবস্থা

মো হাসান বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহাসিক কালাইয়া হাটের লেঙরা মুন্সীর ব্রিজ সংলগ্ন বেলি ব্রিজের বেহাল অবস্থায় পরিনত হয়ে আছে। গাড়ির ড্রাইভার সহ সাধারণ মানুষের দিন দিনই বেড়ে যাচ্ছে দূর ভোগ।

যানাযায় কালাইয়ার হাট বরিশাল বিভাগের একটি ঐতিহাসিক ও স্বরণীয় হাট। এ হাটে প্রতিদিন ছাড়াও প্রতি সোমবার অনুষ্ঠিত হয় সপ্তাহিক হাট, দেখামিলে হাজার হাজার মানুষের ঢল। আর এই হাটে অন্যতম যোগাযোগ ব্যাবস্তা এই বেলি ব্রিজ। এখান দিয়ে প্রতিদিন ও সোমবার সহ পারাপার করতে হয় দাশপাড়া ইউনিয়ন ও নগর বাঙগা ব্রিজের শত গাড়ি সাধারণ মানুষজন। কিন্তু এই ব্রিজটির নিচের ইস্টিলের সিট ভেঙে অনেক জায়গায় লম্বা লম্বা খাত হয় আছে। এতে যে কারো পা আটিকিয়ে যেমন দূর্ঘটনার আশংকা রয়েছে তেমনি জানবাহনের টায়ার আটকিয়েও দূর্ঘটনার আশংকা রয়েছে।

এই ব্রিজটির থেকে কয়েক কদম এগুলেই সামনে আরও একটি ব্রিজ দেখাযায়। কিন্তু সেটি দিয়ে কেবল মানুষই পারাপার করতে পারে। গাড়ি পারাপারের জন্য এই ব্রিজটির উপরেই নির্ভর করতে হয়।

নিউজটি শেয়ার করুন :