শিরোনাম

বাউফলে চলছে নিম্নমানের ইট দিয়ে সড়কের কাজ

বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালী বাউফল উপজেলায় চলছে নিম্ন মানের ইট দিয়ে সড়কের কাজ। রাজাপুর গিয়াস মৃধা বাড়ি ও আব্দুর রহিম লেন থেকে কালিশুরী কনকদিয়া বাজার পর্যন্ত সড়কটির কাজ চলছে। রাস্তাটির কাজ ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে দুই হাজার দুইশো মিটার কার্পেটিং এর কাজ চলছে।

বর্তমানে সড়কটি ম্যাকাডমের কাজ শেষ হয়ছে শুধু ঢালাই য়ের কাজ বাকি। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলেও কোনো পরিবর্তন হয়নি। নেয়নি সংশ্লিষ্ট অধিদপ্তর কোনো প্রকার ব্যাবস্থা।

তবে সড়কটির তদারকির দায়িত্বে নিয়জিত উপসহকারী প্রকৌশলী মো,শহীদুল ইসলাম এর কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা এলজিইডির প্রকৌশলী বলেন সড়ক টি পরিদর্শন করে উপযোগী ব্যাবস্হা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :