শিরোনাম

বাউফলে টানা দ-সপ্তাহ ধরে ভারি বর্ষনে জনগণের দূর্রভোগ

বাউফল প্রতিনিধিঃ

বাউফলে টানা দু সপ্তাহ ধরে ভারি বর্ষনে জনগনের  দূর্রভোগ। এর ফলে নানা ভাবে ভোগান্তিতে পড়ে আছে বাউফল বাসি। যারা দিন আনে দিন খায় দিন মুজুরি করে তাদেরও বেকার হয় বসে থাকতে হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারনে। যেমন যারা নিয়মিত রিকশা, অটো, ভ্যান চালিয়ে আসছে এবং বিভিন্ন ধরনের পেশাদারি মানুষ ও আজ বন্দী।

এদিকে বৃষ্টির কারণে অতিরিক্ত পরিমাণে পানি বেড়ে খাল,বিল,পুকুর ও কিছু কিছু বাড়ির উঠানেও পানিতে থৈই থৈই করছে। এছাড়াও কিছু কিছু গ্রামের চলাচলের কাঁচা রাস্তা গুলোতেও পানিতে ছেয়ে ঘটছে পথচারীদের দূর ভোগ।
কৃষকরাও বৃষ্টি ও বেশি পরিমান পানির ফলে আবাদি জমিতে ধান রোপণেও সক্ষম হচ্ছেন না বলে তারা জানায়।

যারা পুকুর কিংবা ঘের মাছ চাষ করে টাকা উপার্জন করছে তাদের ও চিন্তিত হতে হচ্ছে যেন পাড় তলিয়ে চাষের মাছ গুলো ও হাথ ছাড়া না হয় যায়। তবে ধারণা করা হচ্ছে এভাবে আর কয়েক দিন একি অবস্থা থাকলে কৃষক ও সব ধরনের মানুষ ভয়ংকর সংকটের মুখে পড়তে হবে

নিউজটি শেয়ার করুন :