মোঃ হাসান, বাউফল প্রতিনিধিঃ
ফ্রান্সের রাষ্ট্রিয় ভাবে ইসলাম ও নবীজির কটুক্তি ও ব্যাঙচিত্রের প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে হিযবুল্লা, যুব হিযবুল্লা ও ছাত্র হিযবুল্লার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
আজ (৩১ শে অক্টোবর )শনিবার সকালে বাউফল উপজেলার সামনে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার জমিয়তে হিযবুল্লা, যুব হিযবুল্লা ও ছাত্র হিযবুল্লার দায়িত্বশীলগন ও হাজারো ইসলাম দেশ ও রাসুল প্রেমিক সাধারণ তাওহীদি জনগণ।
এ-সময় উপস্থিত বক্তাদের বক্তব্যে বলেন আমরা মুসলিম সারা বিশ্ব থেকে ইসলাম ও প্রিয় নবীজিকে নিজেদের জিবনের চেও বেশি ভালোবাসি তাই কেউ যদি সেই ভালবাসার উপরে করে তাহলে তাকে কোনো ভাবে ছাড় দেয়া হবে না। অতএব ফ্রান্স রাষ্ট্রীয় ভাবে যে কাজটি করেছে বিশ্বনবী হযরত মোহাম্মদ ( সাঃ)নিয়ে তাতে তারা পুরো বিশ্বের মুসলিমদের কলিজায় আঘাত করেছে। তাই আজকে সারা বিশ্বের মুসলীমরা জেগে উঠেছে এবং আন্দোলনে ঝাপিয়ে পড়েছে।
বক্তারা আরো বলেন ফ্রান্সের প্রধান মন্ত্রিকে মুসলিমদের কাছে ক্ষমা চেতে হবে। আর যতদিন ক্ষমা না চাবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এবং ততদিন পর্যন্ত ফ্রান্সের পর্ণ বয়কট করতে হবে বলে আহবান করেছেন।
তার সাথে বাংলাদেশ সংসদ অধিবেশন থেকে তীব্র নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের পর্ণ সম্পুর্ণ ভাবে নিষিদ্ধ করতে হবে বলে প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন।
পরবর্তীতে উপজেলা থেকে দাবী আদায়ের স্লোগান দিয়ে বাউফল হাইস্কুল মাঠে এসে সমাপ্তি বক্তব্যের সাথে সমাবেশ শেষ হয়ছে।