শিরোনাম

বাউফলে ভাতা থেকে বঞ্চিত হতে পারে বয়স্ক-প্রতিবন্ধীরা!

মোঃ হাসান বাউফল প্রতিনিধি :

বর্তমানে আধুনিক যুগে এখন সব কিছুই অনলাইনে। ক্রয় বিক্রয়সহ অন্যান্য কাজ সব অনলাইনে মোবাইলের মাধ্যমে হচ্ছে।

কয়েক বছর আগেও প্রাইমারী শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা তাদের গার্জিয়ান সারাদিন সিরিয়াল দিয়ে আনতে হতো। এখন আর সেই কষ্ট করতে হয়না।  সেই অর্থ নিজ নিজ মোবাইল একাউন্টে আসে। এর ফলে উপকার হয়ছে, ঠিক তেমনি নিরাপত্তা ও চিন্তা মুক্ত হয়েছে শিক্ষার্থী-গার্ডিয়ানরা।

এখন যুগের পরিবর্তনের ফলে বয়স্ক ও প্রতিবন্ধীদের একি নিয়ম পালন করতে চলছে। পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বয়স্ক ও প্রতিবন্ধীদের একাউন্টে টাকা পাঠানোর জন্য দাশপাড়া ইউনিয়ন পরিষদে একাউন্টের কাজ চলছে। সাথে সাথে বয়স্ক ও অচল প্রতিবন্ধীদের দূশচিন্তাও বেড়ে চলছে।

কারণ বয়স্কদে নিজস্ব ফোন নেই, ফোন সম্পর্কে কিছুই জানেনা তারা। ফলে তাদের একাউন্ট করতে হচ্ছে ছেলে অথবা নাতিদের মোবাইলে।

তাই অনেক বয়স্করা দুঃখ ভরা মন নিয়ে বলতে বাধ্য, এখন আমরা টাকা থেকে বঞ্চিত হবো। আগে নিজের হাতে টাকা পেতাম, আবার নিজের হাতে খরচ করতাম। কিন্তু এখন আসবে ছেলেদের হাতে। ছেলে যদি আমাকে দেয় তাহলে পাবো, আর যদি আমাকে না দেয় তাহলে আমি বঞ্চিত।

আবার তারা টাকা পেয়ে যদি বলে টাকা আসে নাই তাহলেও আমাদের কিছু করণীয় নেই।

নিউজটি শেয়ার করুন :