বাউফল প্রতিনিধি:
লিমন বাউফল উপজেলায় অলিপুরা জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তাদের বাড়ি মাদ্রাসা সংলগ্ন। ছেলেটি ( ০২/০৩/০২১/)খ্রিঃ সময় দুপুর ০১, ১৫, মিঃ বাসা থেকে খানা খেয়ে মাদ্রাসায় আসার কথা ছিল কিন্তুু মাদ্রাসায় আসেনী। তাঁর পিতা আঃ ছালাম গাজি, গ্রামঃ অলীপুরা, থানা বাউফল, জেলা পটুয়াখালী।
কোন হৃদয়বান ব্যাক্তি যদি পেয়ে থাকেন। নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার
০১৭৬৪৪৭৮৭০৩, ০১৭৩৫ ৭০২৪৩১
এদিকে অত্র মাদ্রাসার পরিচালক এর ছোট ছেলের সাথে দেখা হয় বাউফলে। তিনি বলেন গতকাল আমার সাথে দেখা হয়ছে বাউফল থানার সামনে। বিকাল ৪টার সময় আমি জিজ্ঞেস করলে এখানে কেন? সে আমাকে বলে এমনি আসছি। আমি আর কিছু জিজ্ঞেস করি নাই। কারণ আমি মনে করেছি হয়তো এমনি কোন কাজে বাউফল আসছে।
নিউজটি শেয়ার করুন :