বাউফল প্রতিনিধি:
বাউফলে ইলিশের প্রধান মৌসুমে (১৪অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত মোট ২২দিন) মা ইলিশ মাছ রক্ষা অভিযান সফল করতে স্থানীয় সাংবাদিক’দের সাথে মত বিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- বাউফল প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খাঁন, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক ওহিদুজ্জামান ডিউক, যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন,জাহিদ শিকদার,।
মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোরভাবে অভিযান পরিচালনা করবে কাউকে কোন ভাবে ছাড় দেওয়া হবেনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ অবরোধে যদি কোন নৌ-পুলিশ সদস্য, অফিস স্টাফ কোন রকম অনিয়মের জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগীতা কামনা করেছেন।