পটুয়াখালী, বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফল উপজেলার দাশপাড়া ৮নং ইউনিয়নে ফয়জর আলী মৃধা বাড়ির পিছনে খাল পাড়ের ওবধায় সারাদিন মিলে থাকে তাশ ও জুয়া খেলার আড্ডা।
সকাল নেই বিকাল নেই সারাদিনই দেখা যায় এই তাশ খেলার দৃশ্য। ১০ থেকে ২০ জনও এই খেলার আয়োজনে দেখা যায়। তাদের এই খেলার জন্য সেখানে একটি ছাপড়া ঘরও তৈরি করেছে। তবে একন কোলা ও কান্দা শুকিয়ে যাওয়ার কারনে ছাপড়ায় না খেলে পাশেই একটি খেতে মাদুর বিছিয়ে খেলার আয়োজন করে। তবে বর্ষার সময় ছাপড়ায় খেলতে দেখা যায়।
স্থানীয়রা বলেন এখানে এই খেলা বেশ কয়েক বছর ধরেই চলছে। প্রশাসনের নেই কোনো ততপরতা। এই খেলার প্রভাবে আমাদের অবুঝ শিশুদের হাতেও এখন তাস থাকে। তারাও তাদের ফেলানো তাস দিয়ে দুষ্টুমি করে। তবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকিতে রয়েছে।
গোপনীয় এক সূত্রে যানা যায় খেলার সময় পাহারা দেয়ার জন্যও লোক রয়ছে। তাই নিউজের জন্য ভিডিও পিক তুলতে খুব কৌশলী হতে হয়ছে।