শিরোনাম

বাউফলে সরকারি নির্দেশনা কঠর ভাবে পালন করেনন, কেউ আইন মানেন না!

 

মোঃ হাসান বাউফল উপজলা প্রতিনিধি: বাউফল উপজেলায় কিছু গ্রামে লোকজন কঠর ভাবে সরকারি নির্দেশনা পালন করছেন। তবে কিছু কিছু গ্রামে এখনো সচেতন হচ্ছেনা বলে সূত্রে পাওয়া যায়৷

উপজেলার আদাবারিয়া ইউনিয়নের কাওখালী গ্রামের লোকজন গাছ ফেলে বেড়ীগেট দিয়ে, আবার কোথায় ব্রিজ বন্ধ করে তারা নিজেরাই লকডাউন পালন করছেন।

এদিকে অলিপুরা, বিলবিলাশ ও হোসনাবাদে এখনো তেমন কোনো সতর্কতা অভলম্বন করছেনা সাধারন মানুষ। এখনো অযথা ঘোরাফেরা আড্ডা লুডু খেলা চলছে ৷ গ্রামে রাস্তার পাশে চায়ের দোকান গুলোতে আগের তুলনায় জমে থাকে ভীর।

নিউজটি শেয়ার করুন :