শিরোনাম

বাউফলে সেই অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলছে

মো: হাসান বাউফল প্রতিনিধি :

পটুয়াখালী বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে আলতাফ মাস্টার এর বাড়ির সামনের খাল থেকে গত বুধবার বেলা ১০ ঘটিকায় লাশটি উদ্ধার করেছে বাউফল থানাপুলিশ।

গত বুধবার ভোরবেলা থেকেই লাশটি মাছের ঝারার সাথে লুঙ্গী পড়া অবস্থায় বেসে থাকতে দেখা যায়।

ওই যুবকের নাম মোঃ মিজানুর রহমান(২৫)। তার পিতার নাম নুরু হাওলাদার। নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে বাড়ি। পরিবারে একভাই দুই বোনের মধ্যে মিজানুর সবার বড়। একমাত্র ভাইকে হারিয়ে ছোট দুই বোন ও পরিবার বেশ ভারি আঘাত পেয়েছে।

নিউজটি শেয়ার করুন :