শিরোনাম

বাউফলে সড়ক অবস্থা বেহাল জনগণের দুর্ভোগ!

 

মোঃ হাসান, বাউফল প্রতিনিধিঃ 

বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নে ৫নং ও ৬নং ওয়ার্ডের ভরিপাসা থেকে তালতলী  জনগামী রাস্তা ভেঙে তেতুলিয়া নদীতে পরিনত হতে যাচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে, তাদের নিকটবর্তী জনপ্রতিনিধিরা রাস্তাটি দিয়েই চলাচল করে। কিন্তু তাদের কাছে বারবার জানানো হলেও তারা নানা ভাবে অযুহাত দিয়ে অবহেলিত করছে।

সড়কটি কেশবপুর ইউনিয়নে তেতুলিয়া নদীর তীরে অবস্থিত এবং এটি ঐ নদীটির ভেরি। সমান্য পরিমাণ জোয়ারের চাপ পড়লে সড়কে পানি ওঠে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে।

এছাড়াও বর্তমানে সড়ক টি ভেঙে যানবাহন ও জনগন জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা সরকারের কাছে দাবি করে জানায় সড়ক টি যেন অতি তারাতাড়ি আরো উঁচু করে মেরামত করা হয়।

নিউজটি শেয়ার করুন :