শিরোনাম

বাউফল উপজেলায় বাতিজা চাচার কানের পর্দা ফাটিয়ে দিল!

 

মো: হাসান, বাউফল থানা প্রতিনিধি:

বাউফল উপজেলায় বাতিজা চাচার কানের পর্দা ফাটিয়ে দিল। স্থানীয় সুত্রে জানা যায় অাজ (২৭ মার্চ ২০ইং) শুক্রবার বিকেলে জামাল নামের এক ব্যাক্তির ধানের বীজ আপন চাচার গরুতে কিছু অংশ খেয়ে ফেলার ঝের ধরে এ ঘটনা ঘটে।

চাচা সাজাহান ও বাতিজা জামাল উভয়ের মাঝে কথার কাটাকাটির এক পর্যায়ে চাচার কানে ঘুসি দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয় বাজিতা।

উপস্থিত এলাকা বাসী সমাধান করলেও সে, শালিস প্রত্যাখ্যান করেছেন বাতিজা। পরে অভিযুক্তকারী জামাল পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন :