মো: হাসান বাউফল প্রতিনিধি:
দিন বেড়ে দাশপাড়া ইউনিয়নের রাস্তা নিয়ে জনগনের দূর ভোগ। রাস্তা টি ঐতিহাসিক কালাইয়া বাজার থেকে দাশপাড়া ইউনিয়নের মধ্যে দিয়ে কাঠের পোল পর্যন্ত চলাচলের জন্য অনুপযোগী হয়ে রয়েছে। অথচ সড়কটি দিয়ে শত শত মানুষ প্রতিটি মিনিটে চলাচল করতে হয় যেমন এক পাশে ঐতিহাসিক কালাইয়া বাজার নিত্যই যেতে হয় বাজারে আবার অন্য দিকে পটুয়াখালী সদরেও যাওয়ার জন্য একমাত্র সড়ক তাই বিপদ গ্রস্ত অবস্থায় রয়েছে অসংখ্য যাত্রীরা ।
চরালকি, বাংলা বাজার, ও দাশপাড়া ৮নং ওয়ার্ডে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকলেও কোনো গাড়ির খোঁজ মেলে না। আবার গাড়ি পেলেও দিগুণ ভাড়ায় চলাচল করতে হয়ে। ড্রাইভারদের কাছে ভাড়া বারবার কারন জানতে চাইলে তারা বলে এখন রাস্তা ভাংচুর হওয়ার কারনে আমাদের গাড়ির বেশি ক্ষয়ক্ষতি হয়ে যার কারনে কয়দিন পর পরই গাড়ির জিনিসপত্র নতুন করে লাগাতে হয়ে তাই আমাদের এখন আর আগের ভাড়ায় পোষায় না।
ভাড়া বেশি হওয়ার কারনে অনেকেই এখন হেটে চলাচল করে। আবার যারা বয়স্ক বা অসুস্থজনরা গাড়ির ঝাকির ভয়েও হেঁটে যেতে দেখা যাচ্ছে।
আর প্রতিদিন গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটে চলছে। এই নিউজ লেখার জন্য ছবি সংগ্রহ করার সময় একটি মাল ভর্তি টমটম রাস্তা ভাঙা থাকার কারনে রাস্তার পাশে উল্টিয়ে থাকতে দেখা গেছে। আর এই উল্টানোর ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে।
এদিকে স্থানীয়রা দাবী জানিয়েছে আমাদের আর কত ভুগতে হবে? অতি তারাতাড়ি যেন রাস্তাটি মেরামত করে।