শিরোনাম

বাদুরতলা জাজবাড়ি ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন

 

ওলামা কন্ঠ ডেস্ক: পাথরঘাটা বরগুনা বাদুরতলা জাজবাড়ি ইছালে ছাওয়াব মাহফিল গতকাল (৭ মার্চ ২০) রবিবার বাদুরতলা সতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন হল।

এতে প্রধান বক্তা ছিলেন মাও. আবু হানিফ নেছারী- ঢাকা, ইসলামী ভাষ্যকার: এটিএন বাংলা ও চেয়ারম্যান: ইসলামুল উম্মাহ বাংলাদেশ।

প্রধান বক্তা ছিলেন কাকচিড়া বাজার জামে মসজিদের খতিব মাও. শাহ মুহাম্মাদ আসাদুল্লাহ, সাপলেজা নেছারীয়া সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক গোলামুর রহমান মজনু।

বিশেষ মেহমান ছিলেন, পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আ: রাজ্জাক, বরগুনা জেলা পরিষদের সদস্য ও
পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র ডেপুটি কমান্ডার আ: খালেক।

বাংলাদেশ জমিইয়াতে হিযবুল্লাহ পাথরঘাটা পৌরশাখার সভাপতি ও মাহফিল কমিটির সভাপতি আলহাজ্ব আবু ছালেহ নেছারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন, ভোলা জেলার যুগ্ম জেলা জাজ মুহাম্মাদ জাকারিয়া, ক্বারী মো: আ: রউফ, পাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মতিউর রহমান (মোল্লাহ), দৈনিক ওলামা কন্ঠ পত্রিকার সম্পাদক কে. এম. নূহু হোসাইন, মাও. মূছা ফরাজী, মুহাম্মাদ মাও. মাও. খলিলুর রহমান, মাষ্টার শহীদ মোল্লাহ, মুজিবুল হক সোহাগ, মুহাম্মাদ ইয়াহিয়া, ইদ্রিস ফরাজী, মুহাম্মাদ বাকিবিল্লাহ, সায়াদ উল্লাহ প্রমূখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিবরিয়া ফরাজী ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাও. আবু ছালেহ।

নিউজটি শেয়ার করুন :