শিরোনাম

বালাগঞ্জের গৌরীপুরে বিষ দিয়ে শতাধিক হাসঁ হত্যা করা হয়

 

আমিনা আক্তার পিংকি, বালাগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের বালাগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পানিতে বিষ দিয়ে শতাধিক হাসঁ মার হয়। বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুসলিমাবাদ গ্রামের জমির পানিতে বিষ দিয়ে হাসঁ হত্যা করা হয়।

জানা যায় এ বিষয়ে সোমবার (৫জানুয়ারি) বালাগঞ্জ থানায় একটি অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত হাসেঁর মালিক আনতর আলী।

আনতর আলী জানান, স্থানীয় মতিউর নামে এক জনের সাথে তার আগের বিরোধ ছিল। তাই তার হাসঁ মেরে প্রতিশোধ নেয়া হয়েছে। অানতর আলী জানান, প্রথমে তার হাসঁ শতাধিকেরও বেশি ছিল।ঘটনার দিন সকালে বিষের কারনে অসুস্থ হয়ে অনেক হাসঁ মরা যায়। এতে তার লক্ষাদিক টাকার ক্ষতি হয়।

আনতর আলী এ বিষয়ে বালাগঞ্জ থানায় একটি অভিযোগ করেন এবং এর ন্যায্য বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন :