আমির বিন সুলতান, স্টাফ রেপোর্টার: বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ) এবং পাঠচক্র (মুক্ত ও গঠনমূলক আলোচনা) এর উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ভোর হতে দুপুর পর্যন্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কবলিত এলাকা হিন্দুকান্দি গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় কর্মসূচিতে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বাসাসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক কবি ও কথাশিল্পী মুহাম্মদ ইয়াকুব, পাঠচক্রের সমন্বয়ক কবি ও গবেষক মাসুদ রানা, বগুড়া বিএম কলেজের অধ্যক্ষ কবি করিম মোহাম্মদ, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল মান্নান, কবি মোস্তাফিজার রহমান, কবি ও চিন্তক শেখ ফরিদ, কবি শিহাব উদ্দীন। ত্রাণ বিতরণ টিমকে সর্বাত্মক সহযোগিতা করেন স্থানীয জনপ্রতিনিধি এবং প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বাসাসপ এবং পাঠচক্রের ত্রাণ বিতরণ টিম ১২০টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করে।
বিতরণ কার্যক্রম চলাকালে নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণকে স্রষ্টার উপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে দুর্যোগ পরিস্থিতি সামাল দেবার পরামর্শ দেন।
নেতৃবৃন্দ বলেন, কবি-সাহিত্যিক-শিল্পীরা সর্বাবস্থায় দেশের জনগণের পাশে থাকে। যে কোন দুর্যোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সহায়তা ছিলো, আছে এবং থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে স্থানীয় সাংসদ আব্দুল মান্নান ত্রাণ বিতরণকারী সংগঠনের প্রতি শুভেচ্ছাজ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।