শিরোনাম

‘বাসাসপ কাব্যরত্ন সম্মাননা-২০১৯’ পাচ্ছেন কবি হেলাল হাফিজ’সহ ১৭ গুণীজন

 

বিশেষ প্রতিনিধি, আমির বিন সুলতান:

বাংলা কবিতায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মূলধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)’ এর সর্বোচ্চ সম্মাননা পদক ‘কাব্যরত্ন – ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন বাংলা কবিতার রাজকুমার হেলাল হাফিজ। ইতোপূর্বে এই উচ্চ মর্যাদাপূর্ণ পদকটি পেয়েছেন কবি আল মাহমুদ (২০১৭) ও কবি আল মুজাহিদী (২০১৮)। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ‘বাসাসপ সম্মাননা-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন ১৭ গুণী ব্যক্তি।
গত ০২ নভেম্বর ২০১৯ থেকে ১০ জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত ‘বাসাসপ সম্মাননা – ২০১৯’ মনোনয়নের নিমিত্তে বাসাসপের পক্ষ থেকে প্রকাশিত গ্রন্থ আহ্বান করা হয়।

মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কারের জন্য প্রাপ্ত গ্রন্থ থেকে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ড. ইয়াহ্ইয়া মান্নানের নেতৃত্বে গঠিত বাছাই পর্ষদ। গবেষণা ক্যাটাগরিতে ‘বাসাসপ সম্মাননা – ২০১৯’ এর জন্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ (রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ) এবং কবি ও চিন্তক মুসা আল হাফিজ (সহস্রাব্দের ঋণ), প্রবন্ধ ক্যাটাগরিতে প্রাবন্ধিক তমসুর হোসেন (জীবন্ত মুজিজা আল কোরআন), প্রাবন্ধিক রহমান মাজিদ (সভ্যতা নারী ও ইসলাম), কবি ও প্রাবন্ধিক মাসুদ রানা (গুরু-শিষ্য ভাসানী বঙ্গবন্ধু), ছোটগল্প ক্যাটাগরিতে গল্পকার নাজিব ওয়াদুদ (সেরা পঁচিশ) ও কথাসাহিত্যিক নাসীমুল বারী (হঠাৎ দেখা হলো) উপন্যাস ক্যাটাগরিতে কবি ও কথাসাহিত্যিক প্রিন্স আশরাফ (অপরাধ যাপন), কবি ও ঔপন্যাসিক জোছনা হক (বুকের জমিন), ভ্রমণকাহিনী ক্যাটাগরিতে কবি ও প্রাবন্ধিক নীহারেন্দু বড়ুয়া (মহাচীনের পথে), কাব্যগ্রন্থ ক্যাটাগরি কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন (উজানে উৎস), কবি আরজু আহমেদ নোমানী (ভোরের চোখে জল), কবি মাসুদ পারভেজ (অবেলা), কবি জাহাঙ্গীর হোসেন (চলো বদলে যাই), ও কবি অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী (আমার গোপন দহন), শিশুতোষ ক্যাটাগরি ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল (নির্বাচিত শিশু-কিশোর ছড়া) এবং সমাজসেবা ও সুশিক্ষার প্রসারে অবদান রাখায় অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ। সাহিত্য সংগঠন হিশেবে বিশেষ অবদান রাখায় ‘কবি ও কবিতার বিশ্ব (কেবিবি)’ এবং ‘সাহিত্যবন্ধন।

আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বিকাল ৩.০০টায় শিশু কল্যাণ পরিষদ ভবন, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ)’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ‘কাব্যরতœ-২০১৯’ এবং ‘বাসাসপ সম্মাননা – ২০১৯’ প্রাপ্ত গুণীজনদের নিকট সম্মাননা ক্রেস্ট, সম্মাননা বণ্ড এবং সম্মাননা সনদ তুলে দেওয়া হবে।

এছাড়াও তিনজন ভারতীয় কবি ও সাংবাদিক, কয়েকটি ক্রিয়াশীল সংগঠনের সংগঠক এবং কয়েকজন উদিয়মান কবি-সাহিত্যিককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।
বাসাসপ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি ও কথাশিল্পী মুহাম্মদ ইয়াকুব সকল সাহিত্যপ্রেমী মানুষকে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন।

নিউজটি শেয়ার করুন :