শিরোনাম

বাড়ি ভাড়া মওকুফ করলেন ডা: সোহাগ বাদশা

 

ওলামা কন্ঠ ডেস্ক: বরগুনা পাথরঘাটা উপজেলার উপ শহর চরদুয়ানির কৃতসন্তান ও ইসলামী আন্দোলন’র প্রবিন নেতা ডাঃ সোহাগ বাদশা ‘দুই’ মাসের বাড়ি ভাড়া মকুফ করে দিলেন।

মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ গোটা বিশ যখন আতংকিত এ অবস্থায় মানবতার কথা বিবেচনা করে স্বীয় পীরের নির্দেশ মোতাবেক দুই পরিবারের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারে সোহাগ বাদশাহ।

তিনি সকলকে উদ্দেশ্যে করে বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ এখন বিপাকে রয়েছে। আমাদের উচিৎ অসহায় মানুষের পাশে দাড়ানো। যারা বাড়িতে ভাড়া রয়েছে তাদের ভাড়া মকুফ করে দেওয়া একান্ত জরুরী বলে মনে করি।

তার ফেসবুক ওয়ালে বাড়ি ভাড়া মওকুফ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। নিম্নে তার দেয়া ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হলো।

“পীৱ সাহেব চৱমোণাই, এৱ নিৰ্দেশনা মোতাবেক জাতীয় দুৰ্যোগে। আমাৱ বাড়িতে দুই টা ফ্যামিলি বাসা। আমি তাদেৱ এক মাসেৱ ভাড়া টাকা ফ্ৰী কৱে দিলাম।” সকলেই এ ভাবে এগিয়ে আসুন।

নিউজটি শেয়ার করুন :