ওলামা কণ্ঠ ডেস্ক: আজ শনিবার ১৭ জুলাই’২০২১ বিকেল ৫ টা ৪৫ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে উনার বয়স ছিলো ৭৬ বছর। তিনি জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনে ৩ বার ঈশ্বরগঞ্জ আসন থেকে ১ বার এবং এমপি নির্বাচিত হন।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক, নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)
উনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য ফখরুল ইমাম, সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার, সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু সহ দলীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।
নিউজটি শেয়ার করুন :