শিরোনাম

বিএনপির সাবেক এমপি ইসলামী আন্দোলনে যোগদান করলেন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে চরমোনাই পিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে যোগ দেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। যোগদানকালে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে চরমোনাই দরবারে হাজির হন।

মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে অল্প কয়েক দিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমান কমিটির সদস্য হিসেবেও তাকে রাখা হয়েছে।

স্থানীয় বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, পির সাহেবের কাছে গিয়ে তার দলে যোগ দিয়েছি এটি সত্যি। দীর্ঘদিন আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক করছে। জীবনের শেষ বয়সে মানুষের জন্য কিছু করার জন্য তার এ দলে যোগ দেওয়া বলে জানান।

ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান জানান, মূলত নির্বাচনী কোনো শর্ত ছাড়াই তিনি পির সাহেব চরমোনাইয়ের দলের আদর্শের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান দেখিয়ে ইসলামের খেদমত করতে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন মোস্তাফিজুর।

নিউজটি শেয়ার করুন :