শিরোনাম

বিক্রয় বিতারণ বিভাগ ফোজদাহাট বিদ্যুৎ এ চাকরি করে মনিরুল ইসলাম টিসি মিটার ছাড়াই ভবন নির্মান চলছে

মোস্তাফিজুর রহমান,বিশেষ প্রতিনিধি : চট্রগ্রাম সিডিএ আবাসিক এলাকায় দশ তলা ভবন নির্মান টিসি মিটার ছাড়াই তিন বছর যাবত কাজ করে যাচ্ছে এই দশতলা ভবনটির। উপ-সহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী হয়েছেন এবং রাতারাতি আলাউদ্দিন এর সেরাগ পেয়ে কোটি টাকার মালিক হলেন
মনিরুল ইসলাম।

ফোজদাহাট বিক্রয় বিতারণ বিভাগে,চাকরি করে কিনেছেন কয়েকটা জায়গা ও বাড়ী এবং সাদা কালারের একটি প্রাইভেটকার। সে ৩০/৪০ হাজার টাকা বেতনের চাকরি করে, সে নিজের খরচ ও স্ত্রী ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করারপরে তার টাকা থাকার কথা না। বর্তমানে যে দশতলা ভবনের কাজটি নির্মান হচ্ছে সেখানে নেই কোন টিসি মিটার এবং টিসি মিটার ছাড়াই কাজ হচ্ছে দশতলা ভবনটি। বর্তমানে ঐভবনে একটি মিটার রয়েছে তার বর্তমান ইউনিট দেওয়া হচ্ছে ২৫০ ইউনিট করে এই ভাবেই মনিরুল ইসলাম দুর্নীতি করে টাকা উর্পাজন করে আসছে।

দশ তলা ভবনের বিষয়ে জানতে চাইলে সে না চেনার ভান করে মোবাইল ফোনটি কেটে দেয়, বর্তমানে ৪ নাম্বার ফিটার এর দাতৃীত্ব আসেন মনিরুল ইসলাম।এই
দশতলা ভবনের বিস্তারিত আরও তথ্য আসতেছে পরের সংবাদে।

নিউজটি শেয়ার করুন :