এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধিঃ বিচার বিভাগীয় সম্মেলন বিচারের সার্বিক চিত্র,সমস্যা সমাধানকল্পে করণীয়,সুপারিশমালা তৈরী,স্বচ্চতা ও জবাবদিহিতা সর্বোপুরি বিচার বিভাগীয় সম্মেলন বিচার প্রার্থীদের ন্যায় বিচার পেতে এবং বিচারের আদেশ যথাযথ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে।
শনিবার ২ নভেম্বর সকালে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কক্সবাজার জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধনকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ একথা বলেন। সম্মেলন আয়োজন কমিটির নির্বাহী সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন শামীম এর নান্দনিক সঞ্চালনায় সম্মেলনে “কক্সবাজার জজশীপ এর দেওয়ানী ও ফৌজদারী মামলায় বিদ্যমান সমস্যা সমুহ সমাধানে করণীয় নির্ধারণ” শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান।
সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনের উপর সিভিল ও ফৌজদারী মামলার সমস্যাকে দু’ভাগ করে মুক্ত আলোচনা, বিদ্যমান সমস্যা সমুহ সমাধানে প্রস্তাব ও গুরুত্বপূর্ণ সুপারিশমালা পেশ করা হয়। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এস. আব্বাস উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, জেলা জজ আদালত ভবন মসজিদের ইমাম মাওলানা আবু তাহের ,গীতা পাঠ করেন প্রদীপ কুমার চক্রবর্তী ও ভেদ পাঠ করেন সেতু বড়ুয়া।
সম্মেলনে মুক্ত আলোচনায় কক্সবাজার জেলার বিচার বিভাগ, বিচারপ্রার্থী, আইনজীবী, বিচার সংশ্লিষ্ট সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।